মন মা‌ঝে ব্যথা
বল‌বে না বধুয়া কথা
ব‌লি কথা ব‌লো অ‌ভিমানী‌নি
মু্ছে যা‌বে সকল ব্যথা।‌


অ‌ভিমান ভো‌লে না বধুয়া
‌নিশ্চুপ হ‌য়ে থা‌কে সারা‌বেলা
কত শত চেষ্টা সবই ব্যর্থ
হয় না আর কথা বলা।


বধুয়ার ম‌নে‌তে যে মেঘ
হয়‌তো বৃ‌ষ্টি হ‌য়ে ঝর‌বে
আর বধুয়ার মু‌খে‌তে হা‌সি
সহসা আবার ফু‌টে উঠ‌বে।


এইভা‌বে বধুয়ার মান অ‌ভিমান
চ‌লে সারাক্ষণ অ‌বিরাম
কখ‌নো হা‌সি কখ‌নো কান্না
সংসার গড়ার মধুর সংগ্রাম।


বধুয়ার মন মা‌ঝে ব্যথা
আষা‌ঢ়ের মেঘ যাওয়া আসা
হা‌সিখু‌শি এই ফের অ‌ভিমান
এইভা‌বে টি‌কে আ‌ছে ভা‌লোবাসা।