ছোঁয়া লাগলেই খসে পরে
বলো এ কেমন খেলা
বুঝিনা,বুঝিনা আমি তার কিছু
ভাবনায় ডুবন্ত মন সারাবেলা।


ঐ মায়ার পানে হাত বাড়াই
পুড়ে যায় হাত সহজে
বলো এ কেমন খেলা
বুঝিনা,বোঝার শক্তি নাই যে।


ঐ মায়াবী স্রোতে ভাসি
ভাবি এবার পরবো বুঝি ফাঁসি
হলো না তার কিছু পাওয়া
সবকিছু বলে যায় আসি আসি।


ভাবি ছুঁইবো না আর আমি
ঐ মায়া ঐ চাওয়া মরীচীকা
তবু এ খেলা অচেনা অদ্ভূত
শূণ্যতা,ঝরা তথাচ ছুটি একা।
০৪.০৯.২০১২