ঐ দূর আকাশের গায়
মন উড়ে চলে নীলিমায়
যত ব‌্যথা বুকেতে জমা
গগনের বুকে ছড়াতে চায়
মন উড়ে চলে নীলিমায়।


যত কান্না আছে লুকানো
যায় না কখনো দেখানো
সেই কান্নার নীরব দীর্ঘশ্বাস
ছড়াতে চায় মন নীলিমার বিছানায়
মন উড়ে চলে নীলিমায়।


মন উড়ে চলে নীলিমায়
সঙ্গীহীন একেলা সকাল-সন্ধ‌্যায়
হারানো ব‌্যথা ভুলে যেতে নিরালায়
মন ভেসে চলে আকাশের গায়।


মন উড়ে চলে নীলিমায়
যদি ব‌্যথাগুলো ভুলে থাকা যায়।