এ দুখ রজনী
ও‌গো সজনী
আর বু‌ঝি ফুরা‌বে না।


আমার ব্যথার কূ‌লে
অ‌চেনা কো‌নো সুখ তরী
বু‌ঝি নোঙর ফেল‌বে না।


‌বিষা‌দের বেড়াজা‌লে ব‌ন্ধি
কুয়াশার চাদ‌রে ঢাকা রাত
আর বু‌ঝি ভোর হ‌বে না।


‌নিরাশার প্রান্ত‌রে থে‌কে
ডু‌বে যাব কি আ‌মি
‌সে তো জানা হ‌লো না।


এই ঘোর অমা‌নিশা
জীবন বা‌কে হতাশা
বু‌ঝি আর কাট‌বে না।


দুরাশার এই  রজনী
ও‌গো সজনী
বু‌ঝি ফুরা‌বে না।