কে আছে আমার আপন হেথা
নাই নাই কেউ নাই
চারিদিকে কত জন কত রুপ
তবু মোর কেউ নাই রে কেউ নাই।


আমি ছড়াই দীর্ঘশ্বাস হেথা
নীরবে গোপনে পরাজয়ে
কেউ নাই কেউ নাই মোর সহায়
চলি একা চুপচাপ ক্ষত নিয়ে।


দু’হাত বাড়িয়ে আপন করবে
হবে মোর বন্ধু সুজন
কেউ নাই এমন কেউ নাই
নাই রে হেথা কোনো প্রিয়জন।


আমার দুঃখ আমার বিষাদে
সান্ত্বনা হয়ে পাশে দাঁড়াবে
কেউ নাই এমন কেউ ই নাই রে
যে আমার আপন হবে।
২৮.০৬.২০১৩