দেখি চুপচাপ মানুষের খেলা
সাদা-কালো,ভালো-মন্দ,মানুষের খেলা
এই নগরী,এই জনপদ-এই এখানে
চলে রোজ শত খেলা,জয়-পরাজয়ের খেলা।


দেখি রোজ রোজ মানুষের খেলা
নীরবে চুপিসারে শত মানুষের ছলাকলা
স্বার্থপরতা-উদারতা মিলেমিশে একাকার
কারো ভাগ্য প্রসন্ন,কারো জোটে অবহেলা।


দেখি অবলীলায় মানুষের খেলা
কেউ শুধু খাবে, অপরকে দিয়ে জ্বালা
কারো ঘর শুন্য,উপচে পরছে কোথাও
দুনিয়ায় চলছে নানান রঙের ছলাকলা।


দেখি অহরহ নীরবে মানুষের খেলা
নেতা-নেত্রীর দৌঁড়ঝাপ,দম্ভভরে পথচলা
ভাবে না কেউ ,সবকিছুর শেষ আছে
কে জানে কখন ফুরায় কার বেলা।
৩১.০৮.২০১৩