সোনালী ধানে রোদের ছোঁয়া
ছড়িয়ে আছে কত যে মায়া
কাঁচা সোনা রোদ ছড়ায়ে ঝিলিক
ছুটে চলে অবিরাম দিক-বিদিক।


সবুজ প্রান্তরে রোদ্দুর ভীষণ মায়ায়
আলতো পরশে ছুঁয়ে ছুঁয়ে যায়
মাঠ-ঘাট পেরিয়ে রোদ্দুর ধরাতে-
ছুটে চলে চনমনে বিদ্রোহ জাগাতে।


চারিদিকে মধুময় রোদের খেলা
সজীবতায় হৃদয়ে লাগে দোলা
রোদ্দুর সহজে পরাজয় মানে না
মানব কে দিচ্ছে বিজয়ের মন্ত্রণা।
০১.১২.২০০৬