আজ অনুভূতি ভোঁতা হয়ে গেছে
ভালো-মন্দ বোঝা দায়
দিকে দিকে দুর্নীতি কে সবে মিলে
ভালো বলে মেনে নিতে চায়।


ঘুষ দিয়ে চাকুরি পাওয়া
আজ রীতি হয়ে গেছে
কেউ বলতে পারে না কিছু
যেন সবাই মেনে নিয়েছে।


ঘুষ না দিলে ই বরং আজ
তার মূল্য থাকে না কিছুতে
নেতা না ধরলে এই দেশে
চাকুরি হয় না যে কিছুতে।


এই সংস্কৃতির অবসান
কবে হবে বলো
ঘুষ-নেতাগীরি বন্ধ করে
সাম্যের নীতিতে চলো।


দেশের মঙ্গলের নিমিত্তে
যোগ্যদের নির্বাচন করা হোক
ঘুষ- লবিং পদ্ধতির
চিরতরে অবসান হোক।
১৭.১১.২০০৯