এ‌লো রমজান ফি‌রে
‌দিন মাস বছর ঘু‌রে
এ‌লো ফি‌রে প‌বিত্র রমজান
সকল মানু‌ষের দ্বার‌ে।


রা‌খো রোযা  এই  রমজা‌নে
খুজ না ভাই অযুহাত
আল্লাহ্ র সন্তু‌ষ্টি অর্জ‌নে
‌দিবা রা‌তি ক‌রো ইবাদত।


রমজান শুদ্ধ হওয়ার তরে
‌নি‌জে‌কে সং‌শোধন ক‌রে
তাকওয়া  অর্জন ক‌রে
ইহকা‌লে পরকা‌লে মু‌ক্তির ত‌রে
এ‌সে‌ছে  এই  প‌বিত্র রমজান
স‌বে রা‌খো তার সন্মান।


প‌বিত্র রমজান ইবাদ‌তের ত‌রে
পড় নামায পড় কুরআন
‌দিবস রজনী ইবাদ‌তে থে‌কে
ক‌রো স‌বে জ্ঞান অর্জন।


ত্যাগ ক‌রো কুফ‌রি
ত্যাগ ক‌রো মিথ্যা বলা
‌দে‌হের ম‌নের শুদ্ধতা এ‌নে
‌নির্মল ক‌রো তব পথচলা।


এ‌সে‌ছে রমজান মু‌ক্তির সু‌যোগ
কা‌জে লাগাও ভাই স‌বে
গুনাহ যেন মুছ‌তে পা‌রো
‌সে চেষ্টা ক‌রো দেহ ম‌নে ত‌বে।


আবার এ‌সে‌ছে রমজান
রাখ ত‌বে এর সম্মান
মজবুত কর‌তে চাই‌লে ঈমান
‌মে‌নে নাও আল্লাহ্ র আইন।