অবুঝ মন বো‌ঝেনা হায়
দু‌নিয়ার সু‌খে মত্ত রয়
‌খো‌জে শুধু সুখ আর সুখ
‌বো‌ঝেনা পৃষ্টা ওল্টা‌লেই  দুখ।


মন‌রে বোঝাই ব‌লো কেম‌নে
শুদ্ধ হও এই  রমজা‌নে
ত্যাগ ক‌রো সকল কলুষতা
‌দেহ ম‌নে অর্জন ক‌রো প‌বিত্রতা।


অবুঝ মন বো‌ঝেনা হায়
গুনাহ্ ক‌রে সে নি‌র্দ্বিধায়
পা‌পের ভ‌য়ে কা‌দেনা হৃদয়
অবুঝ মন না‌চে র‌ঙে হায়।


মন‌রে বোঝাই ব‌লো কেম‌নে
‌তৈ‌রি ক‌রো নি‌জে‌রে খা‌টি ঈমা‌নে
তাকওয়া বিহীন জীব‌নে
হার‌বে কিন্তু দু জাহা‌নে।


অবুঝ মন আমার
বুঝদার হও তু‌মি এবার
এই  প‌বিত্র রমজানে
নাও অাল্লাহ্ রাসুল চি‌নে।