টি‌কে আ‌ছি কো‌নো ম‌তে জোড়াতা‌লি দি‌য়ে
বলাকা পাখায় স্বপ্নগু‌লো গি‌য়ে‌ছে উ‌ড়ে
আজ কাট‌খোট্টা জীব‌নে শুধু বে হি‌সে‌বি
ধরা মা‌ঝে দে‌খি পরাজ‌য়ের ই‌তিহাস সবই।


কাননজু‌ড়ে ফু‌টে‌ছিল কত স্বপ্নীল ফুল
হৃদয় আমার তাই হ‌য়ে উ‌ঠে‌ছিল ব্যাকুল
আজ ব্যাকুলতা হা‌রি‌য়ে গিয়ে‌ছে কোথায়
নীরব ম‌নে একা‌কি কান্নার ভৈরবী গায়।


‌টি‌কে থাকা এই  ধূসর ভুব‌নে দায়ভার
কূপমন্ডু‌কের সা‌থে সহাবস্থান পারাবার
উ‌ড়ে উ‌ড়ে যায় সবটুকু আশা প্রত্যাশা
‌দিবস রজনী গুজরান বু‌কে‌তে হতাশা।


‌টি‌কে আ‌ছি তাই নড়ব‌ড়ে অ‌নিশ্চয়তায়
‌টিক টিক ক‌রে সময় নীর‌বে পা‌লি‌য়ে যায়
‌নি‌জে‌কে ধ‌রে রাখ‌তে উদয় অস্ত খাটু‌নি
তবুও টি‌কে থাক‌তে গেল না হায় টানাটা‌নি।