‌সেই পথচলা থে‌মে যায়‌নি
যায়‌নি থে‌মে রক্তঘাম সংগ্রাম
আজ ও ঠিকানার খোঁ‌জে অ‌বিরত দৌঁড়
‌থে‌মে যায়‌নি।যায়‌নি থে‌মে প্রতীক্ষার পালা
ছুট‌ছি আজও দিবা‌নি‌শি ধর‌তে ঐ বিজ‌য়ের
‌নিঠুর সিঁ‌ড়ি।তবু ছোঁয়া হয় না,‌যেন অধরা
তারই মা‌ঝে তু‌মি হ‌লে অন্য প‌থের যা‌ত্রী।


‌সেই  কান্না আজও বুক জু‌ড়ে
আঁ‌খিজল নীর‌বে নীর‌বেই  ঝ‌রে প‌ড়ে
উঠ‌তে গি‌য়ে ও সহ‌জেই  পতন।ধ‌রে রাখা
দায়ভার,সব‌কিছুই  বু‌ঝি ফাঁ‌কি দি‌য়ে যা‌বে
তবু সেই  আ‌গের মতই আজও রক্তঘাম সংগ্রাম
বু‌ঝি ছুঁ‌য়ে ফেলা যা‌বে ঐ সিঁ‌ড়ির শিখর। তাই
সংগ্রাম অ‌বিরত।বুঝ‌লে না ,এরই মা‌ঝে তু‌মি
হ‌য়ে গে‌লে অন্য কো‌নো এক প‌থের অ‌চেনা যাত্রী।