অপরাধ করে করে
ছুটছি আপন খেয়ালে
কাউকে পরোয়া না করে
করছি প্রকাশ‌্যে-আড়ালে।


পৃথিবীর পরে পাঠালেন যিনি
তার হক আদায় না করি
মানুষের গোলামিতে মগ্ন হয়ে
পৃথিবীর সুখে রাজত্ব করি।


আছে টাকা,আছে ক্ষমতা
আমিই আইন প্রণেতা
মেনে নিতে বাধ‌্য সবে
আমার হুকুম,আমার কথা।


আমার হুকুম মেনে নিয়ে
চলছে সবাই অধীন হয়ে
উন্নতিতে সেরাই হবো আমি
প্রশংসা হবে আমায় নিয়ে।


একি হলো একি হলো হায়
হঠাৎ উঠলো একি ঝড়
ভেঙ্গে গেলো আমার প্রাসাদ
সবকিছু হলো আমার পর।