ইহারা মানুষ,তবে মানুষের জন্য যন্ত্রণাদায়ক
ইহাদের মান আছে,আছে ভাব,তবে নাই এতটুকু হুস
ইহারা আপনাতে ব্যস্ত,আমি আমি করে বেসামাল
বুঝতে চায় না অন্যের প্রয়োজন,শুধু আপনাতে বেহুস।


ইহারা কারো ডাকে দেয় না সাড়া,তোলে অযুহাত
ষোলো আনা নিজের উসুল করে রোজ,মানে না কিছু
ইহাদের সাথে করি বসবাস বাধ্য হয়ে,রোজ রোজ
ব্যথা মোর ছাড়ে না কিছুতে আর,থাকে পিছু পিছু।


ইহারা মানুষ,ইহাদের মতো আরো রহিয়াছে যাহারা
তাহারা সবর্ত্র-ই কষ্টদায়ক,ভোগান্তির মানুষের জন্যে
ইহাদের ত্যাগ করা যায় না কিছুতে,রহিয়াছে চারিদিকে
জানি না রোজ রোজ ভুগছে আরো কতোজন,এই জনারণ্যে।
অক্টোবর,২০১২