ছু‌টে চলা অ‌বিরত মু‌ছে সবটুকু ক্ষত
শিখ‌রে ওঠার সংগ্রাম ঘাম ঝরা‌নো
এই যে সারা‌বেলা রক্ত জল করা দৌঁড়
‌সে কি মি‌থ্যে ব‌লো হ‌তে পা‌রে কখ‌নো।


‌যে সাচ্চার ই গান গে‌য়ে গে‌য়ে অফুরান
তুমি ভাসা‌য়েছ তরী অ‌থৈ জল‌ধি পর
‌সে কি ডুবে যা‌বে মাঝ প‌থে অ‌চেনা ঝ‌রে
‌বৈঠা তোমার এত কি দুর্বল সামলা‌বে না ঝর।


ঝর আস‌বেই  দাঁড়া‌তেও হ‌বে সংগ্রামী বু‌কে
ডু‌বে য‌দি যাও তবুও যুদ্ধ ক‌রে ডু‌বে যেও
তবু ছেড় না জীবন রণ‌ক্ষেত্র দমকা হাওয়ায়
ঝর থামুক নাই থামুক যুদ্ধ‌কে মে‌নে নিও।


বন্ধু‌রে কা‌লের বু‌কে যাও সংগ্রামী পদ‌চিহৃ এঁ‌কে
এই যে সংগ্রাম এ যে মি‌থ্যে নয় কা‌লের যাত্রায়
‌তোমার আমার টি‌কে থাকার এই  জীবন যুদ্ধ
হ‌বে ই‌তিহাস লেখা থাক‌বে নীরব কা‌লের পাতায়।