ধরা দি‌য়ে যায় কিম্বা অনুভূ‌তিতে
তার আসা যাওয়া সারা‌বেলা
এই‌তো কা‌ছে হয়ত আবার দূ‌রে
ধরা মা‌ঝে বিছা‌য়ে‌ছে কত র‌ঙের খেলা।


‌নিশ্চু‌পে যাবতীয় চলাচল উপল‌ব্ধি
‌কিছু যায় বোঝা কিছু তার অনুভব
সৃ‌ষ্টি‌তে সব‌কিছু নীর‌বে ই প্রকাশ
জ্ঞানহীন তাই বু‌ঝিনা আ‌মি কলরব।


উ‌ড়ে উ‌ড়ে দূ‌রে মন হারায় সারাক্ষণ
‌কি অপরুপ তার সেই  রুপ বু‌ঝি‌নি
অবুঝ আ‌মি অন্ধ আ‌ছি চোখ খু‌লি‌নি
‌বোঝার সাধ্য নাই তাই খু‌জেও দে‌খি‌নি।


আ‌মি মূর্খ কম‌জোড় মোর জ্ঞান হায়
ধর‌তে গি‌য়ে বুঝ‌তে গি‌য়ে ও আর পা‌রিনা
অনুভূ‌তি প্রখর নয় মগ‌জে নাই ঘিলু
আ‌মি অবুঝ বুঝদার আর হওয়া গেল না।