কিছু কিছু ভুল
মন কে করে ব্যাকুল
ব্যথা দেয় বুকে
কাঁদে মন ধুঁকে ধুঁকে।


পারি না কিছুতে আমি
ভুলের পথেই থামি
শুধু দায়ভার
জমে বার বার।


থেকে থেকে রোজ
করে যাই শোধ
ভুলের মাসুল
মনটা ব্যাকুল।


আমার ভুবনে
ভুলের কারণে
বিরহ ছাড়ে না
প্রাপ্তি ঘটে কান্না।


ভুল ভেঙ্গে দিয়ে
জীবন কে নিয়ে
সুখি হব কবে
মন শুধু ভাবে।
২০০৯