সাত আশ্চয্যি পাইলি কোথা?
আট আশ্চয্যি শরীরে তোর
ভুইল্যা গেলি সেই কথা!
সাত আশ্চয্যি পাইলি কোথা?


দ্যাখরে খুলি।   মাথার খুলি
এক কুঠুরি দোলে সেথা।
সাত আশ্চয্যি পাইলি কোথা?


কত যন্তর দিয়ে গড়া,
কোটি কোটি উপশিরা।
আল্লা জানে--
কার সাথে কে আছে জোড়া,
কোটি কোটি উপশিরা।


একটু নীচে খুইল্যা দ্যাখ মন
লাবডুব করে হৃদস্পন্দন।
তার পাশে দুই ফুসফুস আছে
পাকস্থলী তার‌ই নীচে;
মনরে---


নাড়ি ভুড়ি, চোদ্দচুয়াড়ী
কোলনের দ্যাখ; জড়াজড়ি।
তার নিচেতে কিডনি দুখান
একটা ঘুমায়--,জাগে একখান।
ভোলা মনরে---


একখান না থাকলে ও চলে
একখান না থাকলে ও চলে
দান কর মন হরি বলে--
আট আশ্চয্যি তোর শরীরে
খুঁজতে তুই যাস কোথা?



কবিতা টি বাউলাঙ্গের গান হিসেবে কোনো শিল্পী
যদি গাইতে পারেন তাহলে ভালো লাগবে... আমার।
শিল্পী দের স্বাগত।