হিয়ার মাঝে ছবিটি প্রিয়ার;
রেখেছি যতন করে।
প্রিয়া যখন হারিয়ে যাবে-
দাঁড়াবো হিয়ার দোরে!
হিয়া যদি আগে হারায়;
থাকবে কোথায় প্রিয়া!
শরীর যখন আগুন ছোঁবে-
জ্বলবে না-কি হিয়া?


দহন প্রিয়া সইবে আমার;
কেমন করে তুমি!
সকল কিছুই সইতে হবে-
থাকবো না তো আমি!
শরীর আয়ু যত দিনের;
হিয়ার মাঝে না আছে স্হান।
প্রিয়া আমার ভুল বোঝে না,
শূন্য সকল; কোরো না অভিমান।