আ্য--ই !
শুনছো----?
কাল কোথা/ হবে দেখা/ মনে মনে সেই জাল/ বুনছো?


আ্য---ই!
শুনছো----?
আমাদের ব্যাপারটা
বাড়িতে/ কবে তুমি /বলবে ভেবেছ?
হয় যদি /কানাকানি
লোক সব/ জানাজানি
তোমাদের বাড়িতে/
যদি সব অমতে/
পালিয়ে কোথা ও/ গিয়ে/
ঠিক হয়ে যাবে ইয়ে/
ঘটবে যা তার পর/
সব হয়ে যাবে/ পর/
থাকবো কি দুজনেই/
এইসব মিছিমিছি/ভাবছো!


আ্য---ই---!
শুনছো?


এত কিছু যদি ভাব তবে থাক;
আজ কথা থাক তবে,
কাল তো দেখা হবে।
আ্য----ই--!