হঠাৎ করেই বৃষ্টি আসুক;
সব ভিজিয়ে, পাপ ধুয়ে যাক;
গঞ্জ থেকে শহর থেকে-
তখন আমি বলবো হেঁকে;
আমার সোনার জন্মভূমি।


বৃষ্টি তো হয় মাঝে মাঝে;
না ভেজে গঞ্জ কিম্বা শহর, কেবল মাত্র শরীর ভেজে।
মন ভেজে না বৃষ্টি তে আর;
কাপড় যেটুক ভিজে শুধু, বুকের উপর;
যায় শুকিয়ে কঠিন তাপে; আমার আমি।


মন ছোঁয় না ভালো বাসায়;
গলে না হৃদয়, হাসি কাঁদায়।
আমার আমি চাইছে আর ও-
পাওয়ার লাগাম বড্ড দৃঢ়!
বলছি তো তাই মরুক জ্বলে আমার ভূমি;আমার ভূমি।
          
                                                              
হাসতে হাসতে পৃথিবী যেদিন পড়বে লুটে,
লুটেরা সব যাবেই টুটে;
ঝরবে হাসি এই ধরায়; বলবো হেথা আমিই বীর--
ফাটিয়ে গলা উঁচিয়ে শির।
সবকে ডেকে বলবো হেঁকে; আমার সোনার জন্মভূমি।
                                                     


বিষ মিশেছে মনের ভিতর;
শিষ দিয়ে আর গাই না পাখি!
যেটুক আছে ভয়েই কাতর-
বিঁধবে যে তীর ভুলের ডাকে;
আমার সোনার জন্মভূমি বলবে কাকে,বলব কাকে?


যুদ্ধ যেদিন থমকে যাবে,
ভুখা শিশু খাবার পাবে;
ঝরঝরিয়ে আকাশ থেকে, ভালো বাসার বৃষ্টি হবে!
বলবো সেদিন আবার হেঁকে-
আমার সোনার জন্মভূমি।