তুমার শহর আমার শহর;
আছে কোল কেত্তা।
তুমার গে রাম, আমার গেরাম;
আছে কত নেত্তা।
তুমার ভোট, আমার ভোট;
ভোট বাবুরা চায়।
ভোট ফুরালে ফল বেরোলে;
কার ও দেখা নাই!


আমি খেট্টে খাই।


ভোট আসলে দরদ খানা;
উপছে উঠে মনে।
ভোট চাইতে আসে নেত্তা,
আমার ও প্রাঙ্গনে, গরীবের প্রাঙ্গনে।
কত্ত কথা---
কত্ত কথা বলে নেতা;
মিঠা মিঠা সুরে!
হেথা হোথা ভিক্ মাঙ্গে,
ঠাঁই রোদ্দুরে।
ভোট ফুরালে আর কার ও দেখা নাই!


আমি খেট্টে খাই।


বসত কারী শংসাপত্র;
চাইতে গেনু ঘরে।
আমার নেতা বলল আমায়;
আসো দুদিন পরে।
আমার মাথা ব্যথা;
পারিনা কথা-
পারিনা কথা বলতে তোমার সনে।
অত্ত কাজ আছে পড়ে;
পাঠাও পরের জনে।
ভোট দিলম তবু আমি-
শংসাপত্র আজ আমি পেলম নাই!


আমি খেট্টে খাই।


দুদিন পর আবার গেলম;
নেতা বাবুর ঘরে।
আধা ঘণ্টা বসে আছি;
জ্বলছি অন্তরে।
বসে আছে আমার মতো আর ও অনেক সাথে!
নেতা আমার চলছে মিটিং বন্ধ করা ঘরে।
শংসাপত্র ভিক্ষা চাই বসে আছি হাত পেতে;
নেতা ব্যস্ত ভীষণ বন্ধ করা ঘরে।
নেতা ব্যস্ত ভীষণ ---
ফিসফিসানি গুজ্‌গুজানি চলছে নিরন্তর।
আর ও আছে জনাকয়েক বন্ধ নেতার ঘর!
এখন তো আর সদ্য সদ্য ভোট নাই।


আমি খেট্টে খাই।


আসি গো বাবু -----
এখন তো আর সদ্য সদ্য ভোট নাই।
শংসাপত্র পেলম নাই!