কর্ম ফলে মেরেছে হরি,
রাখবে আমায় ক্যামন করি!
তাঁর প্রকোপে আমি আছি,
মরেও আমি আছি বাঁচি।
এ গাল আমি দিলাম পেতে,
মারল হরি তাঁর সে হাতে।
এ গাল ও গাল ঘোরাই যত,
হরি মারেন হাজার শত।
তাঁর ছোঁয়াতে ভালোই আছি,
মরেও আমি সুখে বাঁচি।
বেঁচে বাঁচলে আসে না হরে,
মরে বাঁচলে হাতটি ধরে।
হরির ছোঁয়াই বাঁচি আমি,
জানুক শুধু অর্ন্তযামী।