পাহাড়ের কোল চিরে
উদিত নূতন সূর্য প্রভাতের
ধক্ করে জ্বালায় আগুন
মনে হয় কোনো এক বসন্তে
আগুন লাগার তাপ
আমার হৃদয়ে।
তোমার সিঁথি রাঙিয়েছে
আর এক মানুষ
ছিন্ন করে নিয়ে গেছে
করেছ বিদির্ন এ হৃদয় 💓।
গোধূলি আকাশ জুড়ে
সারা পৃথিবীতে যখন বহে
স্বস্তির নিঃশ্বাস
ঠিক সেই মুহূর্তে
দিগুন হৃদস্পন্দন নিয়ে
গুম ঘরে গুম করে
নিজেকে সংযত করি
আনমনে প্রাণপনে।
জীবনের কমা দাঁড়ি
সব থাকে নিশ্চল।
আকাশের মিটমিটে তারাদের মতো
অনেক টা দূরে থেকে
আমি তেজ হীন
বলে যারে তুমি ভাব
তার অযূত অযূত গুণ তেজে
আমি ধিক্ ধিক্ করে জ্বলি
মদিরায় নিজেকে চুবিয়ে
সব কিছু জলাঞ্জলী দিয়ে
নিজেকে নিজের মন থেকে
শত ক্রোশ দূরে বিসর্জন দিয়ে
এই প্রাণ যাতে স্পন্দিত না হতে পারে আর
আরাধনা করি তার।