বয়স বাড়ছে, জীবন ছুটছে দ্রুত;
সুখগুলো সব যাচ্ছে কি কমে? হৃদয়ে গভীর ক্ষত?
যে পিছনে ছুটি সেই কি নিজের, প্রশ্ন হাজার শত!


চাহিদা বাড়ছে, ক্লান্ত বয়স, ক্ষয় তার প্রতি দিন;
লড়াই চলছে, চলবে ও জানি;
চাহিদা যে সীমাহীন।


দৌড়ানো শেষ; হাঁটি হাঁটি পা প্রতিরাত-প্রতিদিন!
থরো থরো পা; বয়স ক্লান্ত--!
ভার নিতে পারে যতদিন।


শরীরের ক্ষয় বোঝে শুধু মন;
যে খুশি চলছে যেমন করে-
কচি কাঁচা হয়ে গেছে বড়, রাখবো কেমনে ধরে!


কেউ গেছে চলে,
বুঝি মাঝে মাঝে; সবে চলে যাবে--
সব পাওয়া টুকু শেষ করে।


ক্ষুধা চেপে পেটে তুলেছি তাদের খাদ্য-কণা;
বড় হয়ে গেছে বাছা গুলি সব।
হলে দেখা পথে, ভাবে বুড়োটা-র মুখ লাগে চেনা
                                                          
                                                  চেনা!


চেনা চেনা লাগে তবু বৈরাগী মন!
দেখা হলে পথে, আমি থাকি থেমে।
পাশ কেটে বাছা চলে যায় অনুখন।


নিজের ইচ্ছা বেছেছে সাথী কে;
বুড়ো বাবা-মা না চেনে আজিকে,
বড় হয়ে গেছে বাছা-ধন!


কি আছে করার, কি আছে বলার;
প্রতিদিন পাপ ক্ষয় করে পোড়া মন।
থাকুক শান্তি, আরও হোক ভালো বাছা-ধন।


তবুও নিয়ত; মনে নিয়ে আশা,
মাতা পিতা সব শান্তি কামনা করে।
বড় হয়ে গেছে বাছাধন আজ, রাখবো কি করে 
                                                 ধরে!