বেড়ি


হঠাৎ করেই হাঁটতে শিখি
হাঁটতে হাঁটতে ছুটতে পারি।
খারাপ কাজে যখন ছুটি মা,
পরাস পায়ে আমায় বেড়ি।
শুভ কাজে  যখন হাঁটি ,
দিস মাগো তুই আমায় তাড়া।
পিছন হতে টানলে কেউ মা,
টেনে ধরিস তারে তারা।
ভালোর পথ সুগম করে,
আমায় আর ও ছোটাস জোরে।
মন্দ পথে যাই যদি মা;
রাখিস বেড়ি দিয়ে ধরে।