ভিক্ মেঙ্গেছি একটি টাকা,
সারাটি দিন পরে।
হবেই বা কি একটা টাকায়?
পেট যে জ্বলে মরে।
মা মরেছে বছর তিনেক-
গলায় দড়ি দিয়ে।
বাবা আমার রিক্সা চালায়-
বোতল টো তল নিয়ে।
একটা বোতল হলেই পরে;
টিপ খানি তার শেষ।
বাপ আছে নিজের ঘোরে-
দিব্যি আছে বেশ।
একটি টাকা ভিক্ মেঙ্গেছি,
বোতল কে আর দেবে?
পথের ধারে কলের জলে-
যা হয় হোক তবে!
ভাবছে সবাই এই বয়সে;
বোতল খাবে নাকি?
ভুল বুঝেছো তোমরা সবাই,
বাবাকে না দিই ফাঁকি।
রাতের বেলা বাবাকে চাই;
বোতল একটা গোটা!
না দিলেই পিঠের উপর,
পড়বে মুড়ো ঝাঁটা।
ভিক্ মেঙ্গেছি একটি টাকা
শোনে না কেউ কথা,
কার কি হল, এলো গেলো;
বুঝবে না কেউ ব্যথা!