তুমি যখন মন্দিরে যাও-
কাজের আগে;
কাজের শেষে।
বক্রতূণ্ড দৃষ্টি সবার; তোমার প'রে।
সবাই শুধু জ্বলে মরে;  হিং সে করে।
তাদের কথায়; তাদের ভাষা!
পাড়ার মোড়ে ---
সিংহ পুরুষ তাসে বিবশ!
আ-কণ্ঠ খাবার পরে।


মেয়েরা সব হাঁটতে বের হয়-
হেলে দুলে সকাল বেলা।
সাঁঝ বেলা সাজার ঘরে।
মুখ চুলটা--
সাজিয়ে তোলে।
তাদের ও কথা--
কে জানে কি মন পুড়েছে!
দিন দুবেলা ঠাকুর সাজাও,
তাইতো তুমি আপণ মনে।


যে যা খুশি বলুক লোকে
জ্বলছে সবে নিজের দুঃখে।
সেজেগুজে কিম্বা নেশায়;
মনের জ্বালা চাপা দিয়ে--
আ গলাতে চাই।
তবু ও তাদের লোকদেখানি;
খুশি মুখোশ আনছে টানি!
ভগ বানে বাসবে ভালো--
বলুক সবে, কি এসে যায়?


সন্তান সব হয়েছে বড়;
এবার তো ঠিক এটাই করা।
কে আর বোঝে? কা কেই বোঝাই?
সকলে তো বিদ্যে ভরা!
এদের কাজই হিং সে করা।