হয়নি বলা অনেক কথা-
বলব কাকে?
তুমিই নেই!
জমছে কথা পাথর সম;
বাড়ছে ব্যথা বুকের মাঝে-
হারিয়ে গেছে আমার তুমি,
সকাল দুপুর কিম্বা সাঁঝে।


হয়নি বলা অনেক কথা
বলব কাকে?
তুমি এখন আমার নেই!
মিথ্যে সত্যি গোল পেকেছে;
বিশ্বাস আজ তলানীতে।
মিথ্যে হাসি , মিথ্যে আশা;
মিথ্যে সব ধমনীতে।


হয়নি বলা অনেক কথা-
বলব কাকে?
আমার এখন তুমি নেই!
আজকে কার ও বুকে মাথা-
শান্তি আনো কার ও মনে;
কাল , তারে ও দেবে ফাঁকি-
মিথ্যে সকল তার ই সনে।


হয়নি বলা অনেক কথা
বলব কাকে?
তুমি এখন তুমি-তে নেই!