অন্তরে (কবিতা)



ফুল ফোটার শব্দ কখনও শুনিনি কভু,
কুঁড়ি দেখেছি কিম্বা ফুল হে প্রভু।


ফুলের ঝরে পড়া দেখেছি বারবার আমি,
ঝরে ও সুগন্ধে খা মতি নাহি থামি।


এতো রঙ চিকন সবুজ পাতায়,
জানিনা আসে কোথা থেকে হায়!


কে বা ফোটায় তারে তাও নাহি জানি,
আমন্ত্রণ জানায়ে কে তাহারে আনিল টানি!


কিছুতেই কিছু কি-বা নাহি আসে যায়,
পাই কি না পাই দেব তার পায়ে ঠাঁই।


গন্ধে রং এ মাতায় বাতাস;
নেই কোনো ভ্রুক্ষেপ ছড়ায় সুবাস।


নিঃশব্দে ফোটে ফুল নিঃশব্দে ঝরে;
কভু নাহি ব্যথা জমে বৃক্ষের অন্তরে।