ছায়া


হাত ধরে ছিলে একদিন;
ছেড়ে গেছ চলে, বহুদিন।
ভেবে ভেবে হয়ে গেছি শেষ;
হয়ে গেছে এক রাত আর দিন।


বন্ধু যা ছিল,
সব চলে গেছে;
রয়ে গেছি আজ ও আমি,
যেখানেই যাই, কেউ নেই মোর পিছে।
মা বাবা ভাই বোন-
আত্মীয় পরিজন-
কেউ নেই তিন কুলে।
ভবঘুরে আমি, সব গেছে মোরে ভুলে।
শুধু একজন রয়ে গেছে;
মোর ছায়াখানি শুধু আজ ও চলে মোর পিছে।