সত্য এক`                  যা আছে , দশ রূপে
          তান্ত্রিক সাধনায় ভিন্ন ভাবে জপে।


          তন্ত্র র মন্ত্র সাধনার `কালী`
সর্বসংহারকারিনী         শক্তি মহা শালী।


         মহা শূন্যে র প্রতীক রক্ষাকারিনী `তারা`
তারা বিনে            এ জগৎ সব কিছু হারা।


         তান্ত্রিক পার্বতী `ত্রিপুরাসুন্দরী`
পূর্ণ তা দেন মা               সকল অঙ্গ ধরি।


         পার্থিব জগতে আছেন মা `ভুবনেশ্বরী`
রুপে তিনি আছেন জানি জগতের গৌরী।


  কামনা ও প্রলোভনে         `ভৈরবী` ভয়ংকরী।
       সব দূর করো মাগো পূজো তোকে করি।
                                                                   আত্মধংস্ব আত্মপ্রকাশ রুপে বিরাজিত `ছিন্নমস্তা`
উলঙ্গিনী দেবী মূর্তি                  ধর্মে ও পূজিতা।


          বিধবা দেবী কয় দেবী `ধূমাবতী`
অলক্ষীর রুপে দেবী                মহাস্বাদ্ধী সতী।


             ঈর্ষা ঘৃণা নিষ্ঠুর তা দূর করেন তিনি
`বগলামুখী` নামে                শত্রু নিস্কিয়কারিণী।


              জাতি হীন দেবী তান্ত্রিক সরস্বতী
`মাতঙ্গী` নামে খ্যাত                তার পরিচিতি।


       শুদ্ধ চৈতন্য দেবী বরাভয় প্রদায়িনী
তান্ত্রিক লক্ষী মাগো।            `কমলা কামিনী।`