দেহ


দেহ ছেড়ে চলে গেলে আজ;
খবর পেলাম লোক মুখে।
মন মরে গেছে সেই কবে,
এখন আছি তো বেশ সুখে।



তবু প্রাণ উচা-টন;
মন কেন চঞ্চল!
পুরানো প্রেমের আবছা স্মৃতিরা,
আজ ও মনে অবিচল।



ভুলে ও রেখেছি ধরে!
থরে থরে জমা সব স্মৃতি ,এ পোড়া অন্তরে।
দেহ ও তো গেল চলে,
এবার কি যাব ভুলে আমি তোরে?



অপরের ঘরে গিয়ে;
কি সুখ পেলি কি জানি।
সব খেলা শেষ করে,
কোন খেলা ঘরে নিয়ে গেল তোরে টানি!



যেখানে ইচ্ছা যা;
সকলি পূর্ণ করে।
কিছু আর নেই বাকি,
কি আর রাখব ধরে!