গাছের পাতার ভিতর উঁকি দেয় মুখ,
বাষ্প ক্ষরণ হতে হতে হলদেটে অবয়ব।
ঝরে পড়ে অনাবিল টুপ্ টুপ্ করে;
ঘাম ঝরা উলঙ্গ পাতা খানি।
আহা বাহা মিশে যায় পথ গালিচায়।


সাইরেন বাঁশি বাজে-
পিল পিল করে জনস্রোত;
ঘামে ভেজা শরীর থেকে উৎকট গন্ধ আসে ভেসে।
দাঁড়ি টানে বাষ্প মোচন।
আজ সব ক্লান্তির ছুটি।


এবার চাঁদের আলোয় উথলে উঠবে সোহাগ,
খোলা আকাশের নিচে!
কালকের ঘাম, ঝরানোর রসদ।
ঘুমে চুমে বিশ্রাম অলস শরীর-
আনন্দে দুটি মুখ তুলে ধরে চক্ চক্ গোল চাঁদ।


কখনো বা অকারণ ঝড়,
ছিন্ন করে পত্র মূল!
তালা পড়ে; সাইরেন হাঁফ ছাড়ে বোবা কান্নায়।
শ্রমিক যায় কটা দিন-
তারপর মিছিলে শ্লোগানে, ঢাকা পড়ে সব মুখ।