সফল মানুষ হয়েছি শ্যামা;
আসল মানুষ করলি না!
এত বিদ্যা দিলি তারা;
পরা অপরা বুঝলাম না।
সফল মানুষ হয়েছি শ্যামা।


মনে ইচ্ছা পূরণ হল;
কত বিদ্যালয়ে গেলাম।
উচ্চ মহা বিশ্ব ঘুরে,
তোর চরণে ঠাঁই না পেলাম।
আসল মানুষ করলি না মা!


সুখের ঘরে আসছে টাকা;
লক্ষ টাকা প্রতি মাসে।
সবাই তো বেশ আছে সুখে,
তুই কি থাকলি আমার পাশে!
সেটা ও বুঝতে পারলাম না।


মনে ভাবি আছিস মা তুই;
আমার পাশে সব সময়,
নাহলে কি সুখ এত সয়!
আত্মীয় স্বজন বন্ধু শত;
সবার মন তো আর ভরল না।


সফল মানুষ হয়েছি শ্যামা;
আসল মানুষ আর করলি না!