গন্ধ




নাম জানিনা ওরে পাখি;
একটু কাছে আসবি নাকি?
রাখব মনে বাসবো ভালো,
ঘরটি আমার করবি আলো।
ঠাকুর তলায় সন্ধেবেলা এলোচুলে-
দিলি মনে আলো জ্বেলে।



এমন সময় আঁধার হল;
হুড়মুড়িয়ে বৃষ্টি এলো।
মাথা গোঁজার ছোট্ট চালা,
দাঁড়িয়ে সবাই লোকের মেলা।
হঠাৎ আমার বুকখানা তে-
ঠাণ্ডা হিমেল স্পর্শ পেতে।
চমকে উঠে দেখি তাকিয়ে;
ভিজে কাপড়ে লেপটে আছিস আমার গায়ে!
তোর নিশ্বাস আমার বুকে-
নিচ্ছি চুলের গন্ধ শুঁকে।
হঠাৎ হল আমার এ-কি;
নাম জানিনা ওরে পাখি।
আমার ঘরে আসবি না-কি!