হাজার মুখের ভিতর খুঁজে নিতে পার যদি;
সেই মুখ, সেই চোখ, সেই হাসি;
তবে তুমি মিশে যেও ভিড়ের ভিতর!
হারিয়ে যাওয়ার পথে ফিরে দেখো তুমি;
সেই চোখ আজ ও চেয়ে আছে কি-না;
অনন্ত দিশা চোখে রাখে সে তোমার খবর!


ততদিন আমি থাকি চেয়ে আনমনে;
গোধূলি বেলায়, কিম্বা সকল সময়।
তোমার চোখের দৃষ্টি মনে চেপে ধরে।
যদি দেখ সেই চোখ; হারিয়েছে অন্য কোনো চোখে;
তবে এসো ফিরে,হাসি নিয়ে চোখে।
মোর চোখে চোখ, রেখে আপনার করে।


যদি রাত জাগা চোখে ফিরে ফিরে আসে;
আধো ঘুমে চেয়ে থাকে মন, খোঁজে সেই চোখ।
তবে সেথা যেও তুমি, সে তোমার-ই হোক।
অনন্ত কালের যাত্রা প্রতীক্ষায় থাকি আমি চেয়ে!
আর কোনো চোখ; যেন মোর না দেখে হৃদয়।
যেন মোর মনে নাহি আসে কভু শোক।


ভালো থেকো সেথা,ভালো রেখো তারে;
ভুলে যেও মোরে, বুকে চাপি তারে।
তার চোখে চোখ রেখে পবিত্র কর আপনারে।
আমার চোখের দৃষ্টি যেন শুভ করে তোলে;
তোমাদের পবিত্র বন্ধন, সময়ের স্রোতে!
মিশে যেও এক হয়ে! জানি চলে যাবে দূরে।


সময়ের সাথে! হয়তো বা আমি ঠিক যাব ভুলে!