খেলা


কোন পালাতে খেলছ সখা,
কোন পালাতে খেলছ?
খেলতে খেলতে জীবন যাবে
মিছেই শুধু ভাবছ।
আমার আমার করছো কারে,
বুকের মাঝে টানছো!
কেউ কারও নয় এ ধরাতে,
মানতে কভু না পারছ।
যাবার সময় বুঝবে ঠেলা;
জীবন করলে হেলা ফেলা।
টাকা কড়ি কেউ না দেবে,
পালা যখন সাঙ্গ হবে;
একাই তোমার হবে যেতে,
রঙ্গরসে আছ মেতে,
ছাড়তে হবে সকল মায়া;
যাবে না তোমার সঙ্গে কায়া,
ফিরে যাবে সেই সেখানে-
যার কথা না ভাবছ।
মঞ্চে তুমি এসেছ যখন;
খেল তুমি মনের মতন,
বিশ্ব ভুবন আপন করে;
যাও চলে সব সাঙ্গ করে,
তোমার চরণ মাথায় ধরে-
রাখুক সবে আপন করে;
তবেই আশা সফল হবে,
যেতে যখন তোমায় হবে।