চলো ফিরে যাই;
সেই সে বেলায়;
প্রেম যেথা ছিল পূর্ণ!


কেন ফিরে আসি;
দুঃখে তে ভাসি;
যেথা সব কিছু শুধু শূণ্য!


পূর্ণ মিলাবে সেই সে শূণ্যে,
যেথা বিরাজিত মহাকাল।
সুখের পালক পরশে শিহরণ;
সেথায় সকাল গন্ধ, চির কাল।


ক দিনের ধরা;
কে বলি অ ধরা;
দিন পর শুধু, কাঁদে রাত।


এই সুখ দেখা মুখ;
নিমেষেই ঢাকে, দুখ;
রাত জাগে শুধু; নেই প্রভাত।


দুঃখ আঘাত লাগে প্রাণে যদি;
মিছে ভাবা শুধু চিরকাল!
শত্রুর হাসি মুখে মেখে নিয়ে;
অট্টহাসিতে ওঠো গান গেয়ে, হোক সকাল।


বিদ্যা অ পরা দেয় নাকো ধরা;
শুধু মাখামাখি অহং এ!
ত্যাজি সব ধর পরা, স্বয়ং হে।


কেন মিছিমিছি;
এত চেঁচামেচি?
চেয়ে দেখ; উলঙ্গ নাচে মহাকাল।


সুখে মাতামাতি;
শুধু ভষ্ম তে,থাকে দিন রাতি।
যাক কেটে নিশি, আসুক সকাল;
চির সবুজ সে চিরকাল।


মন মাঝে মাঝি;
দাঁড় টেনে চলে;
ভাটা বা জোয়ার ভাবনা কি!


যাবে ঠিক ভেসে তরী;
সে-পারের পারে;
মনে সুখ টেনে তাই ভাসিয়ে দি!


কি বা লাভ আছে দুঃখ আঁকড়ে;
নিয়তি নিয়ত, নিজেই ধায়।
যে কটা দিন আছি ধরা মাঝে,
হাসি মুখে মেখে বিদায় চাই।