পল পল করে কেটে যায় সময়,
আর ও এক আস্ত বছর;
স্পর্শের অনুভূতিহীন স্বাদ,
সব যেন মনে হয় সুখ-স্বপ্ন বিস্বাদ।
সেই হাত, গন্ধ; মান অভিমান
শেষ করে চলে গেছ সব!
আজ পৃথিবীর গাঢ় অন্ধকার;
শরীরে হৃদয়ে-
ছবি হয়ে বসে আছ;
সাদা ফুলের মালায় আচ্ছন্ন তুমি।
রজনীর গন্ধ সারা ঘরময়
দূরত্ব বাড়িয়েছে অযূত বছরের।
তবু ও গন্ধের বিভোরতা-
গন্ধ পেতে পেতে স্থির হয় চোখ
বাঁধানো ছবিতে।
মনে হয় কাছে আছে সব;
অপলক চোখ ,চিত্ত স্থির, বাক নীরব।