অনেক বড়


বিধাতা আমায় দিলেন গড়ে জন্ম দিলি তুই,
বিধাতা দিলেন চোখ টি এঁকে দৃষ্টি দিলি তুই।
             মুখের আদল দিলেন গড়ে;
             আগলে বুকে রাখিস ধরে,
    ছোট্ট দেহ তিনিই দিলেন বড় করলি তুই।
বিধাতা দিলেন পেটের জ্বালা ভরিয়ে দিলি তুই
              দিলি আমার মুখের ভাষা;
              দিলি সুখ ভালোবাসা,
     মল মূত্র দিলেন তিনি শুদ্ধ করিস তুই।
হাত পা দেহ বিধাতা দিলেন সঙ্চালক তো তুই
               বিধাতা রাখেন অন্ধকারে;
               একটি ছোট্ট জঠর পরে,
পৃথিবী পরে আনলি ধরে তোর ঘরে মা তুই।
               সৃষ্টি যদি বিধাতা করে-
               তুই মা সেটা রাখিস ধরে;
                বিধাতা ছোট তোর থেকে মা,
                        অনেক বড় তুই।