পাবে না


এ কি হাসি হাসলে সখী,
এ কি হাসি হাসালে।
বাঁকা ভুরু ঠোঁটের হাসি,
নিজে ভেসে; ভাসালে।


ঠোঁটের কোনায় মুচকি হাসি,
দেখলে হয় মন উদাসী।
প্রাণে জোয়ার উথলে ওঠে;
হতে চাই মন পরবাসী।


দেখবে যে তোর ঠোঁটে হাসি,
ভাঙবে রে তার পরাণ খানা।
হাজার চেষ্টা করলে পরে;
কেউ তো তোরে ছুঁতে পাবে না।