জমে জমে পাপ পাল্লা করছ ভারী,
ভাবছ এ মনে নিজের‌ই বাহাদুরি,
শমন যেদিন আসিবে শিয়রে,
হৃৎস্পন্দন বিদায়ের দ্বারে,
সেদিন বুঝেও থাকবে অবুঝ,
দেখিবে ধূসর; যাকিছু সবুজ,
পাল্লার টানে প্রাণখানি ছাড়ি,
ছাড়িতে ইচ্ছা তবুও না পারি,
আজকের তেজে পাপের পাল্লা,
দিনে দিনে কর ভারি।


আল্লা বা রাম; এই মুখে নাম,
না করে বাড়াও পাপের সে কারিকুরি,
ডাকার বাসনা যখন আসিবে মনের দ্বারেতে,
বাক স্তব্ধ হবে; না পার কহিতে,
পাপের কর্ম দাওহে সরায়ে,
নীরবে তাহার দুয়ারে দাঁড়ায়ে,
ক্ষমা চেয়ে নিয়ে আল্লারে ডাক,
চেয়ে দেখ রাম দু বাহু বাড়ায়ে,
মুছে ফেলে দিয়ে মনের এ দ্বার,
শান্তির ছবি আঁক।