আলসে মেজাজ,
এক কাপ চা ; উষ্ণ ঈষৎ-
হাতে হাত ছোঁওয়া!
বদলে যাচ্ছে-
আলসে মেজাজ।


হঠাৎ করেই বুক ধুকপুক!
চেয়ে দেখা চোখ;
আবার চেষ্টা-
আড়চোখে দেখি- , আড়চোখে দেখা-
বদলে যাচ্ছে হঠাৎ হঠাৎ।


বদলে যাচ্ছি হঠাৎ হঠাৎ-
কোন সে মায়ায়!
অল্প আলাপে- , স্বল্প আলোয়-
জড়িয়ে মোহ ; শিরায় শিরায়!
বন্ধুর বোন ! বোনের বন্ধু!


ক্ষ নিক আলাপে
বোন নেই আর , ধীরে ধীরে ক্ষয়।
বাড়ে ধীরে ধীরে-
গভীর আবেগ! গভীর আবেশে-
মনে মনে ভাবি- পাশে যদি রয়।


  ক্রমশ- - - - - - - - - - -