সাদা সবুজ অনেক ঘুড়ি;
উড়ছে রে ভাই আকাশে।
কাটলে সুতো পড়ে কোথায়?
ভাসতে ভাসতে বাতাসে!
সবাই দেখি উড়ছে ঘুড়ি-
কি সুন্দর উড়ছে ভাই।
কাটলে সুতো আনন্দেতে-
কেউ হাসে , কেউ কেঁদেই যায়।
মানব ঘুড়ি ও একই রকম-
উড়ছে ; কাটছে যখন তখন-
উড়তে উড়তে কাটছে না তার-
বিছানাতেই হচ্ছে জখম!
সুতো খানি যার হাতে আছে;
তার খেলাতেই খেলছি মোরা।
মিথ্যে কেবল আমার আমার,
তাঁর ইচ্ছায় ছাড়ব ধরা।
সাদা সবুজ অনেক রং এ-
উড়ছি মোরা আকাশে।
যখন খুশি কাটবে সুতো;
যাব আবার কারও পাশে।