আমার রাত জাগা রাতে,
মায়াবী জোৎস্নাতে;
তুমি ঘুমাও কার বুকে!
যাও হারিয়ে কার সাথে?


আমার রাত জাগা ভোরে,
তোমায় আদর  কে যে করে;
তোমার ভাবের ঘরে চুরি!
আমি ক্ষত নিয়েই ঘুরি।


আমার রাত জাগা প্রাতে,
মনে, মন কি ছোঁয়াও তাতে!
যখন পাখিরা সব ডাকে-
জাগিয়ে তোল কাকে!


আমার রাত জাগা সন্ধ্যায়,
আমি আমাকে খুঁজে; না পাই!
যখন প্রদীপ তুমি জ্বালো-
আমি পাই ; একটুখানি আলো।


আমার দিন রাত সব এক হয়ে যাই!
ভাব নাকি এ অভাগায়?
প্রদীপ নিয়ে তুলসী তলায়-
চোখের জলে আঁচল গলায়?