ছিল প্রিয় কত বই পাঠশালে পড়া নানা সুরে;
গলা ছেড়ে  গান গেয়ে ছিল ধারাপাত।
মুঠোফোনে সব শিশু সব হাত বন্দি,
সব বই পাঠাগারে আজ কুপোকাত।


বিশ্বকে জানবো অন্যায় আবদার-
মুঠো ফোন চাই তাই মা-বাবা ও দাবীদার।
প্রিয় আজ কিছু নেই, দুটি চোখ পর্দায়;
নিজ নিজ জগতেই শিশু মন দোল খায়!


মা বাবা ব্যস্ত, দাদু-দিদা নেই ঠাঁই ঘরেতে!
যা খুশী ভরে নিও গুগুলের বরেতে।
প্রিয় বই, প্রিয় জন সব গেছে হারিয়ে!
মেলা-মেশা হয় প্রিয়, আঠারো না পেরিয়ে।