তোমার পূজো, আমার পূজো
সবার পূজো আসে।
পেঁজা তুলোর আকাশ নিয়ে;
শিউলি, আর সাদা ফুলের কাশে।
তোমার পূজো হয় যে সুরু পঞমী দিন দিয়ে ,
আমার পূজো হয় যে শুরু দশমী পেরিয়ে।
আমার বাবার ঢাকের কাঠি ,
মণ্ডপের আশপাশ;
তোমরা থা`ক ছদিন পূজোয়-
আমরা বারমাস।
পূজোয় তোমার সাতটা জামা ,
আমার আরও বেশি।
বাবা আনে পরা জামা ,
আমরা অনেক খুশি।
এক বস্তা কাপড় জামা-
পরি বারমাস।
তোমাদের নূতন জামা ,
দিন ছয় সুবাস।
যেখানে থাক - ভালো থাক
দাদা-দিদি-ভাই।
বস্তা ভরে জামা দিও--
থাকবো খুশি তাই।


      ***পূজোয় সকলকে মা ভাল রাখুক***