বুক পরে বেণী খান;
সিঁথি মাঝ, আনে টান।
সোজা সাদা সিঁথি মাঝ,
কালো চুল, কত সাজ।


দেখে মনে ফোটে হুল;
মন হয়, এলো চুল।
মনে সাধ, সিঁথি সাদা
করি লাল; মনে কাদা।


ঐং পূজো মনে ধরি;
ঘুরে ফিরে শুধু মরি!
তাকে শুধু খুঁজে ফিরি,
কি করি! কি যে করি!


অবশেষে একদিন;
প্রতিদিন শিহরণ, নিরসন!
লাজ চাপি বলি তারে;
স্হান দেবে হৃদয়েরে?


প্রেম জাগে তার মনে;
খুলে ফেলে একদিনে,
আ ভরন; আ বরন যত তার।
আমি তার সে আমার!