বেলা যায়
দোল খায়
খুঁজে পাই
কৈশর - দেয় ডুব
ফিরে যেতে চাই খুব-
যৌবন ভাঙ্গে মন, মন হয় উচাটন
বুক ব্যথা টন্ টন্।


ষাটে আসি
চোখ ভাসি
মন ভাসি
এইবার অব-সর
নেই কিছু ভাব-বার-
চলবেই মেডিসিন
শরীরটা ধীরে ক্ষীন।


ট্যাঁকে টান
গাঁটে টান
মরা মন আ-ছে প্রাণ
অকারনে আন-চান
ক্ষীন প্রাণ
তবু চায়-
টানি তাই, বাঁচতেই অকারন।


কাটে দিন বিছানায়
অসহ্য অসহায় -- যাতনায়
ছেলে-বৌ সন্ধ্যায়
শিক্ষিত মুখভার
খুক কাশি সারারাত বিছানার
যৌবন বিছানায় টানটান
কুঁকড়ানো বি-ছা-না বৃদ্ধের ওঠে প্রাণ।


কাজ লোক ধমকায় চমকায়
বিছানায় ছমকায়
সাথী হীন
রাত দিন
কৈশর যৌবন
ফিসফিস কানে কয়
ভয় হয়, হয় ভয়।